Bankura

May 01 2023, 12:32

*যদি মুরোদ থাকে তো পঞ্চায়েত ভোট করুন! তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লো সিপিআইএম*

বাঁকুড়াঃ 'যদি বাঁকুড়া: মুরোদ থাকে তো পঞ্চায়েত ভোট করুন, আমরা প্রস্তুত', ঠিক এই ভাষাতেই শাসক তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জী। সোমবার মে দিবসের সকালে বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল গ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন ও 'গণশক্তি' বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঐ কথা বলেন। একই সঙ্গে এদিন অভয় মুখার্জী 'তৃণমূলের এক্সপায়ারি ডেট' পেরিয়ে গেছে দাবি করে গেরুয়া শিবিরকেও একহাত নেন।

তিনি বলেন, 'গ্রামের মানুষ আদানি-আম্বানীদের বন্ধুকে গ্রহণ করবেনা'। এছাড়াও তিনি আরো বলেন, 'তৃণমূল একটা চোরের পাটি', মানুষ বুঝতে পেরেছেন। ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ, যুবদের কাজের স্বপ্ন এরা শেষ করে দিয়েছে। এই অবস্থায় অভিজ্ঞতা দিয়ে মানুষ বুঝছেন বামপন্থীরা বিকল্প, লাল ঝাণ্ডাই বিকল্প। তাই ফের তাঁদের লাল পতাকার নিচে মানুষ জড়ো হচ্ছেন বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, এক সময়ের 'লাল দুর্গ' হিসেবে পরিচিত ভাদুল গ্রামে ২০১১ পরবর্ত্তী সময় থেকে সিপিআইএম-র দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। এদিন ফের নতুন করে তা উদ্বোধনের পাশাপাশি দলের মুখপত্র 'গণশক্তি'র বোর্ড উদ্বোধন করা হয়। সকালে গ্রামে মিছিল ও উদ্বোধনী অনুষ্ঠানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্যা পূর্ণিমা বাগদী সহ অন্যান্যরা।

Bankura

Apr 30 2023, 18:35

*দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে গিয়ে প্রাণ হারালেন ১জন*

বাঁকুড়াঃ তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে এসে সভাস্থলেই বজ্রপাতে মৃত্যু হলো এক জনের। আহত প্রায় ৫০ জন। রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার শাশপুরের ঘটনা। মৃত তৃণমূল কর্মীর নাম সামেদ মল্লিক (৪২) বাড়ি ইন্দাসের বাতানিয়া গ্রামে। আহতদের অধিকাংশকে ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাত জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

  প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল শাশপুরে সভা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ঐ জায়গাতেই দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতিতে 'পাল্টা সভা' করার কথা ছিল। সেই অনুযায়ী নির্দিষ্ট সময়েই তৃণমূল কর্মী-সমর্থকরা হাজির হচ্ছিলেন। আর ঠিক তখনই ঐ দূর্ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতির জেরে সভা বাতিল করা হয়।

Bankura

Apr 30 2023, 10:43

*বাঁকুড়ায় বন্ধ বাস পরিষেবা*


বাঁকুড়াঃ ওবিসিদের জাতি ভিত্তিক জনগণনার সহ একাধিক দাবিতে রাষ্ট্রীয় পিছড়া বর্গ (ওবিসি) মোর্চার ডাকা ভারত বনধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার জঙ্গল মহলে। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বেসরকারী যানবাহন চলাচল না করায় চরম সমস্যায় সাধারণ মানুষ।

এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেসরকারী বাস। জেলার জঙ্গল মহলগামী কোন বাস এদিন রাস্তায় না নামলেও দুর্গাপুর ও বিষ্ণুপুরগামী একাধিক বাস চলাচল করছে বলে জানা গেছে। তবে সমস্যা বেশী জঙ্গল মহল এলাকার মানুষের। সম্পূর্ণ রেল পরিষেবা বিহীন তালডাংরা, সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, রানীবাঁধ, ঝিলিমিলি, খাতড়া সহ এই এলাকার বিস্তীর্ণ অংশের মানুষের এখনো যোগাযোগের অন্যতম ভরসা বেসরকারী বাস। আর সেই বাস বন্ধ থাকায় তাঁদের দূর্ভোগ বেড়েই চলেছে।

এদিনের এই বনধে শুধু যাত্রী সাধারণ নয়, চরম সমস্যায় পড়েছেন বেসরকারী বাস কর্মীরাও। 'নো ওয়ার্ক নো পে' নিয়মে কাজ করা ঐ কর্মীরা চরম আর্থিক সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন। বনধের সমর্থণে বাঁকুড়া গোবিন্দ নগর বাসস্ট্যাণ্ডে একাধিক পোষ্টার দেখা গেল। ফলে 'আতঙ্কিত' বাস মালিকরা রাস্তায় বাস নামাতে সাহস পাননি বলেই খবর।

বাস শ্রমিক সমীর বাদ্যকর, গুলমন খাঁরা বনধের কারণে জঙ্গল মহল রুটের কোন বাস চলেনি। শুধু যাত্রীরা নয়, এভাবে প্রায়শই বনধে তাদের মতো সাধারণ বাস কর্মীরাও সমস্যায় পড়ছেন বলে তারা জানান।

বাস যাত্রী শুকদেব হেমব্রম বলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী ভর্তি আছে। আজই ছুটি হওয়ার কথা। বনধের কারণে জঙ্গল মহলগামী বাস বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে বলে তিনি জানান।

বাস চলাচল না করায় সমস্যায় কলেজ পড়ুয়া মেঘা দত্তও। বাঁকুড়া শহরের একটি কলেজে পড়াশুনার পাশাপাশি একটি মেসে থাকেন তিনি। এদিন সকালে সিমলাপালের বাড়িতে যাবেন বলে গোবিন্দ নগর বাসস্ট্যাণ্ডে এসেছিলেন। কিন্তু বাস না পাওয়ায় তাকে ফের মেসেই ফিরে যেতে হবে বলে তিনি জানান।

Bankura

Apr 29 2023, 16:33

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুগলের


বাঁকুড়াঃ দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক পরিবারের লোকেরা মেনে না নেওয়ায় গায়ে হলুদের আগের দিন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুগলের। মৃতরা হলেন সুরজিৎ মাঝি (২৪) ও রিয়া মাঝি (২২)। শনিবার বাঁকুড়ার ছাতনা থানা এলাকার আড়রা গ্রাম পঞ্চায়েতের বনগ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বনগ্রামের বাসিন্দা সুরজিৎ মাঝি ও রিয়া মাঝির প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু দুই পরিবারের কেউই বিষয়টি মেনে নেয়নি। এই অন্যত্র রিয়ার পরিবার তার বিয়ে ঠিক করেন। আগামী রবিবার গায়ে হলুদ ও সোমবার বিয়ের অনুষ্ঠান ছিল।

কিন্তু তার আগেই বাঁকুড়া-ছাতনা রেল লাইনে তাদের দু'জনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Apr 29 2023, 13:56

*একাধিক বাড়িতে হল ভয়াবহ চুরির ঘটনা*


বাঁকুড়াঃ একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার খালগ্রাম পঞ্চায়েতের লদ্দা গ্রামে। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামের একটা বড় অংশের মানুষ জীবিকার সন্ধানে বাড়ির বাইরে থাকেন। ফলে এই চুরির ঘটনায় ঐ এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেই জানিয়েছেন।

গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে, ঐ গ্রামের শেখ সিরাজুলের বাড়িতে থাকা নগদ ৯৭ হাজার টাকা, তিন ভরি গহনা, শেখ আখতারের বাড়ি থেকে গহনা ও নগদ ২ হাজার টাকা, রকিব খাঁয়ের এক বস্তা কাঁসার বাসন ও নগদ ৩ হাজার টাকা সহ বেশ কিছু রুপোর গহনা চোরের দল নিয়ে গেছে।

গ্রামবাসী শেখ সিরাজুল বলেন, আমি বাড়িতে ছিলামনা, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে চোরের দল। আর এক গ্রামবাসী শাহানা বিবি বলেন, গত রাতে বাড়িতে ছিলামনা, বাপের বাড়িতে জলসায় উপস্থিত ছিলাম। এখন সব কিছু চুরি হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে দিনযাপন করবেন ভেবে পাচ্ছেননা বলে তিনি জানান।

গ্রামবাসী শেখ বাপি বলেন, এখানকার অধিকাংশ মানুষ ভীন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এই দুঃসাহসিক চুরির ঘটনায় তারা প্রত্যেকেই আতঙ্কিত বলে তিনি জানান।

পরে খবর পেয়ে গ্রামে পৌঁছেছে তালডাংরা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে গ্রামে এক ব্যক্তির বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাওকে আটক বা গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

Bankura

Apr 29 2023, 11:56

*'মন কি বাতে' দেশের মানুষের কথা তুলে হয়: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী*


বাঁকুড়াঃ ১১ টি বিদেশী ভাষায়, ৫২ টি দেশীয় ভাষায় প্রধানণন্ত্রীর 'মন কি বাত' সম্প্রচারিত হয়। আগামী রবিবার 'মন কি বাতে'র ১০০ তম পর্ব সম্প্রচারের আগে শনিবার একথা বললেন বাঁকুড়ার বিজেপি সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। শনিবার বাঁকুড়ায় নিজের সাংসদ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্থ্রী ডাঃ সুভাষ সরকার এদিন আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'মন কি বাতে'র মাধ্যমে দেশের প্রতিটি মানুষের কথা তুলে ধরেন। বিগত পর্ব গুলিতে 'সেল্ফি উইথ ডটার', 'স্ট্যাচু ক্লিনিং ক্যাম্পেন', 'ফিট ইণ্ডিয়া ক্যাম্পেন' বিপুল জনপ্রিয়তা পেয়েছে। যার ফলশ্রুতিতে প্রতিটি পর্বে দর্শক সংখ্যা বেড়েছে।

একই সঙ্গে তিনি এদিন আরো বলেন, 'মন কি বাতে'র ফলশ্রুতিতে খেলনা শিল্প, পর্যটন শিল্পে উন্নতির পাশাপাশি স্বচ্ছতা ও ভ্যাকসিনেশনে জনসচেতনতা তৈরী হয়েছে বলেও তিনি জানান।

Bankura

Apr 28 2023, 15:18

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল


বাঁকুড়াঃ রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতি গ্রহণ করছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এসে একথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার তিনি এই বিশ্ববিদ্যালয়ে আসেন।

বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদে রাজ্যপালকে সরানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সঠিক সময়ে সঠিক জায়গায় এবিষয়ে বলবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সংক্রান্ত ছাড়া কোন বিষয়ে তিনি মতামত দেবেননা বলেও জানান।

এদিন আকাশ পথে এসে বাঁকুড়ার কারীডাঙ্গা হেলিপ্যাডে নামেন রাজ্যপাল। সেখানে তাঁকে অভ্যর্থণা জানান জেলাশাসক কে.রাধিকা আইয়ার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহ অন্যান্যরা। সেখানেই জেলা পুলিশের তরফে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়ার হয়। পরে সেখান থেকে সড়ক পথে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২৬ টি কলেজের অধ্যক্ষ দের নিয়ে আলোচনায় বসেন। এমনকি ছাত্র ছাত্রীদের সাথেও কথা বলেন।

শেষে তিনি আসনা বিকাশ সোসাইটিতে যান। প্রতিবন্ধী আবাসিকদের সঙ্গে বাক্যবিনিময় করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Bankura

Apr 27 2023, 19:30

*বাঁকুড়ায় আসছেন রাজ্যপাল*

বাঁকুড়াঃ ঝটিকা সফরে বাঁকুড়ায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজ ভবন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চেপে আকাশপথে সকাল ১১ টা ৫ নাগাদ তিনি বাঁকুড়ার কারকডাঙ্গা হেলিপ্যাডে নামবেন।

পরে স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ১ টার কিছু পরেই কারকডাঙ্গা হেলিপ্যাড থেকেই আকাশপথে অণ্ডাল বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়েছে। রাজ্যপালের বাঁকুড়া সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ শুরু করেছে প্রশাসন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Bankura

Apr 26 2023, 13:36

*শাসকদলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব! পঞ্চায়েত ভোট নিয়ে উঠছে প্রশ্ন*


বাঁকুড়াঃ পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই শাসক দলে 'গোষ্ঠীকোন্দল' অব্যাহত বাঁকুড়ায়। এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক অলোক মুখার্জীর 'স্বেচ্ছাচারিতা'র অভিযোগ তুলে তাঁর কার্যালয়ে বিক্ষোভ দেখালেন দলের নেতা কর্মীদের একাংশ। বুধবার তারা মিছিল করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিপরীতে অলোক মুখার্জীর বিধায়ক কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও ঐ ঘটনার সময় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক অলোক মুখার্জী নিজে ঐ কার্যালয়ে উপস্থিত ছিলেননা বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের দাবি, গত ২৪ তারিখে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখার্জী এলাকার প্রতিটি বুথ সভাপতি নিয়োগ করেন। কিন্তু এরপরেও জেলা সভাপতি অলোক মুখার্জী অন্য কর্মীদের দিয়ে সমান্তরালভাবে কমিটি ঘোষণা করছেন। ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একজন দায়িত্বশীল নেতা হিসেবে অলোক মুখার্জী ঠিক কাজ করছেননা বলে তাদের দাবি।

বিক্ষোভকারীদের দাবিকে পূর্ণ সমর্থণ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি সুখেন বিদ্। দলের সভাপতি, বিধায়ক অলোক মুখার্জী 'ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মতো আচরণ করছেন' দাবি করে তিনি বলেন, 'দলের খেয়েই দলের ক্ষতির চেষ্টা'য় তিনি রত আছেন। একই সঙ্গে ২০২১-র বিধানসভা নির্বাচন পূর্ববর্ত্তী সময়ে 'শুভেন্দু অনুগামী'দের দলে এনে গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। এখন অলোক মুখার্জী নিজে কার 'অনুগামী' সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

যদিও দলের কর্মীদের এই ক্ষোভ নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক অলোক মুখার্জীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এদিন তিনি কার্যত এড়িয়ে চলছেন।

এই সুযোগে শাসক দলকে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি তৃণমূল দলটা এভাবেই শেষ হবে। বড়জোড়া বিধানসভা ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় 'তৃণমূল তোলাবাজ'দের লড়াই চলছে। দূর্ণীতি, তোলাবাজি আর মহিলাদের প্রতি আক্রমণের ঘটনা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এসব 'শো' চলছে বলেও তিনি দাবি করেন।

Bankura

Apr 26 2023, 13:34

*১২ঘন্টা বনধের ডাক*


বাঁকুড়াঃ আলোচনার নামে নবান্নে ডেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে 'দূর্ব্যবহার' করার অভিযোগ তুলে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। বুধবার সকাল থেকে এই বনধের জেরে বাঁকুড়ার জঙ্গলমহলের স্বাভাবিক জনজীবন ব্যাহত। সরকারী বেসরকারী যানবাহন রাস্তায় নামেনি। সিমলাপালের বিক্রমপুর এলাকা সহ একাধিক জায়গায় দোকানপাট বন্ধ। একই সঙ্গে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর বিক্রমপুর মোড়ে পথ অবরোধ করেছেন ঐ সংগঠনের সদস্যরা।

  প্রসঙ্গত, তফশীলি জাতিভূক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তপশীলের অন্তর্ভূক্ত করা ও সারণা ধর্মের পৃথক কোড চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কুড়মি সমাজের মানুষ৷ কুড়মি সমাজের তরফে দাবি করা হয়েছে, স্বাধীনতার আগে এরা 'তফশীল জাতি' ভূক্ত ছিলেন৷ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কোন অজ্ঞাত কারণে হঠাৎই এই সম্প্রদায়ের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়৷ ফলে অনগ্রসর শ্রেণীর হলেও শুধুমাত্র সরকারিভাবে তালিকাভূক্ত না হওয়ার কারণে সমস্ত ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে৷ 

 কুড়মি সমাজের তরফে এদিন দাবি করা হয়েছে, দীর্ঘ ৭ বছর হয়ে গেল, রাজ্য সরকার সি.আর.আই রিপোর্ট এখনো কেন্দ্রের কাছে পাঠায়নি। গত ৭৩ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা নেই, তাই তাঁরা রাস্তায় নেমেই আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন।

  ধারাবাহিক রেল রোকো, পথ অবরোধের পর সমস্যা সমাধানে সম্প্রতি নবান্নের কুড়মি সমাজের প্রতিনিধিদের ডাকা হয়, কিন্তু আলোচনার নামে ঐ প্রতিনিধিদের সঙ্গে 'দুর্ব্যবহার' করা হয় বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে সকাল ছ'টা থেকে এই বনধের ডাক দেওয়া হয়েছে বলে আদিবাসী কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে।